বারাবনী: বার্নপুরে ট্রেলারের ধাক্কায় এক যুবকের মৃত্যু ঘটনাস্থলে, মৃতদেহ রেখে পথ অবরোধ স্থানীয়দের, ঘটনাস্থলে পুলিশ
বার্নপুরে ট্রেলারের ধাক্কায় এক যুবকের মৃত্যু ঘটনাস্থলে, মৃতদেহ রেখে পথ অবরোধ স্থানীয়দের, ঘটনাস্থলে পুলিশ ঘটনার সম্বন্ধে জানা জয় গতকাল মঙ্গলবার রাত প্রায় ৮:৩০টায় হীরাপুর থানা অন্তর্গত বার্নপুরের ১০৬ নং ওয়ার্ডে বড়োডাঙ্গার ঘটনা। বড়োডাঙ্গার বাসিন্দা কিষান হেম্ব্রম বাড়ি ফেরার পথে একটি ট্রেলার তাঁকে ধাক্কা মারে এবং সে ঘটনাস্থলে মারা যায়। এরপর স্থানীয়রা ক্ষতিপূরনের দাবি তুলে পথ অবরোধ করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে হিরাপুর থানার পুলিশ। জানা যায় রাত ১১পর্যন্ত