মেদিনীপুর: বাম ছাত্র যুবদের ধস্তাধস্তিতে খুলে গেল জেলাশাসকের দপ্তরের বন্ধ রাখা গেট, সাফাই দিলেন নেতারা
রাজ্যজুড়ে দাবী দিবস পালন করল বাম ছাত্র যুব সংগঠন সোমবার। একই কর্মসূচি মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তরে আয়োজন করা হয়েছিল সোমবার দুপুরে । সেখানে বিক্ষোভ ধস্তাধস্তিতে জেলা শাসকের দপ্তরের বন্ধ রাখা গেট জোর করে ঠেলে খুলে দেওয়া হল। তা নিয়ে পাল্টা সাফাই দিলেন বাম ছাত্র যুব রাজ্য কমিটির নেতারা।