বন্দে মাতরম যাত্রা, বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদ্যাপন খড়্গপুরে। ভারতের স্বদেশী আন্দোলনের মূলমন্ত্র ও ভারতের গৌরবময় রাষ্ট্রগীত “বন্দে মাতরম” এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে খড়গপুর মণ্ডল ৩ এর উদ্যোগে বন্দে মাতরম যাত্রা অনুষ্ঠিত হল। আজ শুক্রবার সন্ধ্যা প্রায় ছয়টা নাগাদ প্রথমে মিছিল এবং পরে পথসভা অনুষ্ঠিত হয় বিজেপি তরফে।