বেহাল রাস্তা মেরামতি না হলে জেলা পরিষদ ঘেরাও হবে বললেন তমলুকের সংসদ অভিজিৎ গাঙ্গুলী। কোলাঘাট ব্লকের অন্তর্গত রায়চক থেকে পুলশিটা যাওয়া রাস্তার পরিদর্শনে তমলুকের সংসদ অভিজিৎ গাঙ্গুলী। শনিবার দুপুরে রাস্তা পরিদর্শনের পর তিনি বলেন রাস্তা মেরাবতী না হলে জেলা পরিষদ ঘেরাও হবে কেউ ঢুকতেও পারবেনা বললেন তমলুকের সংসদ অভিজিৎ গাঙ্গুলী শনিবার দুপুর ২ টায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন।