আড়শা: ভোটার তালিকার এস আই আর এর ফর্ম ফিলাপের সহযোগিতা করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আড়শার বিভিন্ন গ্রামে
Arsha, Purulia | Nov 18, 2025 নির্বাচন কমিশনের বিধি-বিনে সারা রাজ্যের সাথে আড়শা ব্লকে শুরু হয়েছে ভোটার তালিকার এস আই আর এর কাজ। আড়শার বিভিন্ন গ্রামের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মীরা সাধারণ মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।