ধর্মনগর: চুড়াইবাড়ি জাতীয় সড়কের পাশে ফ্রেন্ডস ক্লাবের শ্যামা পূজা-র শুভ সুচনা করেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়
চুড়াইবাড়ি জাতীয় সড়কের পাশে ফ্রেন্ডস ক্লাবের শ্যামা পূজা-র শুভ সুচনা করেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়। এবারের পুজোর থিম - কাল্পনিক মন্দির। আধুনিক লেজার শোর মাধ্যমে এই থিমের নানা দিক ও চিত্র ফুটিয়ে তোলা হবে। উদ্যোক্তাদের দাবি প্রায় ১৮ লক্ষ টাকার বাজেটের এই পুজো এবছর পা দিল ১৫তম বছরে।