তেলিয়ামুড়া: নেতাজিনগর মোটরস্ট্যান্ডে বাস জীপ চালক সংঘ কর্তৃক আয়োজিত বিশ্বকর্মা পূজার প্যান্ডেল উদ্বোধন করে বিধায়িকা
গতকাল রাত ৮ ঘটিকায় নেতাজিনগর মোটর স্ট্যান্ডে বাস জীপ চালক সংঘ কর্তৃক আয়োজিত বিশ্বকর্মা পূজার প্যান্ডেল উদ্বোধন করে বিধায়িকা শ্রীমতি কল্যাণী সাহা রায় মহোদয়া। উনার সঙ্গে ছিলেন তেলিয়ামুড়া বিজেপি মন্ডলের নেতৃত্বরা।