শীতলকুচি: পেটলা নেপড়া এলাকায় দাদুর বাড়িতে বেড়াতে এসে পুকুরের জলে ডুবে মৃত্যু হল আড়াই বছরের এক শিশুর
শনিবার পেটলা নেপরা এলাকায় পুকুরের জলে পড়ে মৃত এক শিশু ।জানা যায় মৃত শিশুর বাড়ি কোচবিহার জেলার কলাকাটা এলাকায়। পরিবারের সদস্যদের সঙ্গে সে এসেছিল শীতলকুচি ব্লকের পেটলা নেপরা এলাকার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে।জানা গিয়েছে বাড়ির সামনে খেলছিল নুর। পরিবারের অন্য সদস্যরা ঘরের কাজে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পরে দেখে বাড়ির পাশে পুকুরের জলে শিশুর দেহ ভেসে রয়েছে। শীতলকুচি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।