লালগোলা: তারানগরে নদীভাঙন পরিদর্শনে ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী, পুনর্বাসন নিয়ে হুঁশিয়ারি – “একজনও বাদ পড়লে হাইকোর্টে যাব”
মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের তারানগর গ্রামে পদ্মা নদীর ভাঙনে একের পর এক বাড়ি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। ঘরবাড়ি হারিয়ে স্থানীয় স্কুল ও ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন শতাধিক পরিবার। বৃহস্পতিবার দুপুরে এলাকাটি পরিদর্শনে আসেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। দুপুর প্রায় বারোটার সময় তিনি পৌঁছান তারানগরে এবং সরাসরি যান তারানগর স্কুলে, যেখানে আশ্রয় নিয়েছেন ভাঙনপীড়িত পরিবারগুলো। প্রায় কুড়ি মিনিট ধরে তিনি দুর্গতদের সঙ্গে কথা বলেন, তাদের অভিযোগ, চাহিদা ও দুর্দশ