মানবাজার ২: ধান্দা শবর পাড়ায় শবরদের নতুন বস্ত্র বিতরণ করলো পুরুলিয়া জেলা তৃনমুল কংগ্রেসের এসটি সেল
বাঁধনা,সহরাই উৎসবের আগে শবরদের নতুন বস্ত্র বিতরণ করলো পুরুলিয়া জেলা তৃনমুল কংগ্রেসের এসটি সেল।প্রায় ৭৫ জন মহিলা,পুরুষ ও শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।মানবাজার-২ নং ব্লকের জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকা ধান্দা শবর পাড়ায় বস্ত্র বিতরন করা হয়।এছাড়াও শবরদের বিভিন্ন অভাব অভিযোগের কথা শুনেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃনমুল কংগ্রেসের এসটি সেলের সভাপতি কলেন্দ্রনাথ মান্ডি,জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংশেশ্বর মাহাতো।