তেলিয়ামুড়া: তেলিয়ামুড়া কার্নিভালকে সুন্দর ও সাফল্যমন্ডিত রূপদানের জন্য ডাকবাংলোতে বৈঠক
অন্যান্য বছরের ন্যায় এ বছরও হবে #তেলিয়ামুড়া_কার্নিভাল(#মায়ের_বিদায়)। এই কার্নিভালকে সুন্দর ও সাফল্যমন্ডিত রূপদানের লক্ষ্যে আজ #ডাক_বাংলোতে সকল ক্লাব,লাইন ডিপার্টমেন্টের কর্মীদের নিয়ে এক বৈঠকে। আসুন সকলে মিলে আগামীকাল সাফল্যমণ্ডিত করে তুলি তেলিয়ামুড়া কার্নিভালকে।