.রবিবার কোচবিহার খাগড়াবাড়ি অঞ্চলের বাসিন্দা তথা তৃণমূল শিক্ষক সংগঠনের কো কনভেনার পল্লব ভৌমিক তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। এদিন যোগদানকারীর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের দুই নং ব্লক সভাপতি শুভঙ্কর সাহা। এছাড়া উপস্থিত ছিলেন ব্লক সহ-সভাপতি কৃতীশ চন্দ্র রায়, ব্লক সভানেত্রী শিখা দাস, ছাত্র সংগঠনের জেলা সভাপতি অনির্বাণ সরকার সহ অন্যান্যরা। বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।