মানবাজার ২: জরোবাড়ি মোড়ে পথ দুর্ঘটনায় আহত এক ব্যক্তি
পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। বুধবার আনুমানিক বেলা ১১:৩০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে মানবাজার দু নম্বর ব্লকের জামতোড়িয়া বড়গড়িয়া অঞ্চলের জরোবাড়ি মোড়ে।স্থানীয় সূত্রে জানা যায় বাইক থেকে নিজেই পড়ে গিয়ে আহত হয় রাঙ্গামেটিয়া গ্রামের বাসিন্দা শক্তিপদ মাহাতো। পরবর্তীকালে আহতকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।