থানারপাড়া থানার চুড়িখালিতে ১০১ তম মাসিক সাহিত্য আড্ডার আয়োজন করা হলো দর্পণ মুখের খোঁজে সাহিত্য সংগঠনের পক্ষ থেকে কবি নাজনিন না সুলতানা সম্পাদিত প্রকৃতি কন্যা সাহিত্য পত্রিকার সহযোগিতায় শনিবার এ সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন কবি সঞ্জয় কুমার ঘোষ, কল্যান চট্টোপাধ্যায়, অর্পনা দাশ বিশ্বাস, সরস্বতী সরকার, মুকুল মিয়া, হান্নান বিশ্বাস, প্রসাদ কুমার নন্দী, পত্রিকার সম্পাদক দেবজ্যোতি কর্মকার সহ বিশিষ্ট সাহিত্যিকরা।