খড়্গপুর গ্রামীন বিধানসভার গোপালী অঞ্চলে এম কে ডি এ এর চেয়ারম্যান দীনেন রায় এর হাত ধরে প্রায় ৩০ লক্ষাধিক টাকা ব্যায়ে ২৫০ মিটার দৈর্ঘ্য- চওড়া ১০ ফুট রাস্তা ও সমপরিমাণ দৈর্ঘ্যের ড্রেন নির্মানের কাজের শুরুর শুভ সূচনা হলো। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের সূচনা করা হয়। খড়গপুর গ্রামীন বিধানসভার বিধায়ক তথা মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দিন রায়ের উপস্থিতিতে শুভ সূচনা হয় নির্মাণ কাজের।