পূর্বস্থলীতে স্বচ্ছায় রক্তদান শিবির। কৃষি মেলার শেষে ৯ জানুয়ারি, তৃণমূল কংগ্রেসের পূর্বস্থলী পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি স্বর্গীয় সজল ঘোষের স্মরণে এই শিবিরের আয়োজন করা হয়। কালনা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এই রক্তদান শিবিরে প্রায় ৯২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সজল ঘোষের প্রতিচ্ছবিতে মাল্যদান ও পুষ্পার্পণের মধ্য দিয়েই অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায়।