বহরমপুর: বহরমপুর কোর্ট স্টেশন চত্বরকে যানজট মুক্ত করতে তৎপর ট্রাফিক পুলিশ
বহরমপুর কোট স্টেশন চত্বরকে যানজ টমুক্ত করতে তৎপর ট্রাফিক পুলিশের কর্মীরা, স্টেশনের বাইরে অযথা দাঁড়িয়ে থাকা টোটো এবং গাড়িদের জন্য যানজট তৈরি হয় তাই যানজট মুক্ত করতে সেই সমস্ত গাড়িদের স্টেশন চত্বর থেকে সরিয়ে নেওয়ার নির্দেশে, অন্যদিকে এক টোটো চালক জানিয়েছেন তাতে যানজট অনেকটাই কম হবে