বোলপুর PHE দপ্তরে আজ ১৭ ই ডিসেম্বর বুধবার আনুমানিক বেলা ১ টা নাগাদ বিক্ষোভের শামিল হলেন দপ্তরের অধীনস্থ কর্মীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রায় ১২০০ জন কর্মী বেতন না পাওয়ায় চরম অসন্তোষ তৈরি হয়েছে। কেন বেতন মিলছে না সেই কারণ জানতে বারবার দপ্তরের কাছে আবেদন জানিও কোন সদুত্তর মেলেনি বলে কর্মীদের দাবি। বাধ্য হয়ে প্রতিবাদের পথে নামেন কর্মীরা। বিক্ষোভ চলাকালীন কর্মীদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। আগামী মাসেও যদি বেতন না মেলে তবে গোটা জেলায় জল পরিষেবা বন্ধ