রঘুনাথপুর ১: রঘুনাথপুরের রামকানালীর DVCর সাবস্টেশন অফিসে ১০দফা দাবিতে তৃণমূলের ডেপুটেশন
বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়ার রঘুনাথপুর ১নম্বর ব্লকের অন্তর্গত বেড়ো অঞ্চলের রামকানালীতে অবস্থিত DVCর সাবস্টেশন অফিসে ১০দফা দাবিতে ডেপুটেশন দিল তৃণমূল।এদিন বেড়ো অঞ্চলের INTTUCর উদ্যোগে এই ডেপুটেশনের আয়োজন করা হয়েছিল। উপস্থিত হয়েছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা স্বরস্বতী বাউরি,রঘুনাথপুর ১ব্লকের INTTUCর সভাপতি তুফান কুমার রায়,রঘুনাথপুর ১ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রদীপ মাজী,বেড়ো অঞ্চলের INTTUC সভাপতি আনারুল শেখ সহ অন্যান্যরা।