গোয়ালপোখর ১: গোয়ালপোখর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগকারীদের লাঠিচার্জ করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
*গোয়ালপোখর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগকারীদের লাঠিচার্জ করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ* মঙ্গলবার এক বিজেপি নেতাকে নিয়ে গোয়ালপোখর থানার হাজির হয় চেনপুরের এক পরিবার। ওই পরিবারের দাবি, তাদের এক সদস্য়কে খুন করা হয়েছে। উল্টে, মৃতের পরিবারের সদস্য়ের নামেই এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত দাবি করে থানায় গেলে পুলিশের সঙ্গে বচসা বেধে যায়। পরবর্তীতে পুলিশ মারধর, লাঠিচার্জ করে থানা থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ। বর্তমানে ওই পরিবারের সদস্য়রা গোয়ালপোখরের লোধন প্রাথমিক স্ব