এক ব্যক্তির মোবাইল ফোন নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি করেছে দেগঙ্গা ব্লকের চাকলার সুবর্ণপুর গ্রামে। শুক্রবার বেলা সাড়ে দশটা নাগাদ দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শামীম আহমেদ নামে এক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ বাড়িতে ফিরছিলেন শামীম। সে সময় সুবর্ণপুরের কাছে এক দুষ্কৃতী মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।