ময়ূরেশ্বর ২: করে খাওয়ার জায়গা নেই বলেই BJP ছেড়ে তৃণমূলে গিয়েছে,কোটাসুরে মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক
করে খাওয়ার জায়গা নেই বলেই BJP ছেড়ে তৃণমূলে গিয়েছে, হরিসরাই তৃণমূলে যোগদান প্রসঙ্গে আজ রাতে কোটাসুর থেকে এমনই মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রথীন সেন। প্রসঙ্গত আজ বীরভূমের সাঁইথিয়া ব্লকের অন্তর্গত হরিসরাতে তৃণমূলের ডাকে একটি বিজয়া সম্মেলনী অনুষ্ঠান করা হয় আর সেখানেই উপস্থিত ছিলেন SRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, সাঁইথিয়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সাবের আলী খান সহ আরো অনেকেই।