হরিহরপাড়া: প্রশাসনের ভরসা নয়, নিজেদের উদ্যোগেই চাঁদা তুলে সেতু মেরামতি ভবানীপুর গ্রামবাসীর
প্রশাসনের ভরসা নয়, নিজেদের উদ্যোগেই চাঁদা তুলে সেতু মেরামতি ভবানীপুর গ্রামবাসীর মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার ভবানীপুর এলাকায় ভরসার হাত বাড়ালেন স্থানীয় মানুষজন। চাঁদা তুলে ছোট ভৌরব নদীর উপর বাঁশের সেতুটি সারাইয়ের কাজে নেমে পড়েছেন গ্রামবাসীরা। মঙ্গলবার দুপুরে শুরু হয় সেতু মেরামতির কাজ। স্থানীয়দের উদ্যোগেই নদীর উপর নির্মিত এই বাঁশের সেতুটি বহুদিন ধরে নড়বড়ে অবস্থায় ছিল। প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করলেও সেতুর বেহাল দশার কারণে বড়সড় দুর্ঘ