ধূপগুড়ি: জলঢাকা মাঝিয়ালি বস্তিতে ডায়না নদীর ভাঙ্গন পরিদর্শনে এলেন সেচ দপ্তরের বানারহাট সাবডিভিশনের এসডিও গৌরভ ভৌমিক
জলঢাকা মাঝিয়ালি বস্তিতে ডায়না নদীর ভাঙ্গন পরিদর্শনে এলেন সেচ দপ্তরের বানারহাট সাবডিভিশনের এসডিও গৌরভ ভৌমিক ও সেচ দপ্তরের অনান্য আধিকারিকেরা। এছাড়াও ছিলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মনসুর আলী,পঞ্চায়েত সদস্য সচি মোহন রায়, প্রাক্তন প্রধান মাম্পি রায় সহ অনান্য গ্রামবাসীরা। মনসুর আলী বলেন, মুষলধারে বৃষ্টি এসে বাধে ভাঙ্গন ধরেছে।সেচ দপ্তরের এসডিও এসে পরিদর্শন করে মেরামতের আশ্বাস দিয়ে গিয়েছে।