বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৫৫ তম জন্মদিন মহা ধুমধামে পালিত হল ভাতারের কাশীপুরে কাশিনাথ বাবার মন্দিরে পুজো দিয়ে BJP কর্মীদের উদ্যোগে। কর্মসূচি চলল সোমবার চারটে ত্রিশ মিনিট পর্যন্ত। ভাতাড় বিধানসভার BJP কর্মীদের উদ্যোগে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর জন্মদিন পালন হলো। প্রথমে কাশিপুরে কাশিনাথ বাবার মন্দিরের পূজো দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সাহেবগঞ্জে ৫৫০০ লোকের অন্নসেবার ব্যবস্থা করা হয়েছিলো ।