ডায়মন্ডহারবার ১: ডায়মন্ড হারবার জেটিঘাটে হুগলি নদীতে সকাল থেকে কলা বোস্নানের দৃশ্য দেখা গেল
দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার শহরের একাধিক পুজো কমিটির পক্ষ থেকে সপ্তমীর সকালে ডায়মন হারবার হুগলি নদী জেটিঘাটে কলা বউ স্নান করতে দেখা যায় নবপত্রিকা স্নানে যাতে কোনভাবে সমস্যা না হয় প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখা হয়েছিল নদীতে