ক্যানিং ১: ক্যানিং এর বর্তিকা সঙ্ঘের ৩২ তম বর্ষে কালী পুজোর থিম নারী নির্যাতন
প্রতি বছর নতুন নতুন পুজো মণ্ডপ ও প্রতিমা করে ক্যানিং এর মানুষকে চমকে দেন ক্যানিং এর বর্তিকা সংঘ। এবার তাঁদের ৩২ তম বর্ষে মণ্ডপ ভাবনা নারী নির্যাতন। মহিলাদের উপর ঘটে চলা নির্যাতনের কুফলের বিষয়টাই তুলে ধরেছেন তারা নিজেদের মণ্ডপে।