প্রগতিশীল কল্যাণী স্লোগানকে সামনে রেখে কল্যাণী পৌরসভার উদ্যোগে দিনরাত নাগরিক পরিষেবায় কাজ করছেন কল্যাণী পৌরসভা, বুধবার দিনভর দেখা গেল বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজের ছবি, কোথাও পাইপ লাইন বসানোর কাজ চলছে আবার কোথাও পিছ রাস্তা সংস্কারের কাজ চলছে সে সাথে দুই বেলা কল্যাণী পৌরসভার সাফাই কর্মীরা কল্যাণীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিরলস ভাবে কাজ করে চলেছে। একদিকে সাফাই কর্মীরা যেমন সাফাই কাজ করছেন, তেমনি যন্ত্রের সাহায্যে চলছে সাফাই কর্ম।