সীমলাপাল: রাস্তা ছেড়ে সরাসরি ধানজমিতে, সিমলাপালে বড়সড় বাস দুর্ঘটনা
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ধান জমিতে নেমে গেল এক যাত্রীবাহী বাস। ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের ওপর সিমলাপালের হেত্যাগড়া গ্রামের নিকটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিবশক্তি নামের একটি বেসরকারি যাত্রীবাহী বাস টাটা থেকে বিষ্ণুপুর যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ধান জমির মধ্যে নেমে যায়। ঘটনায় ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ।