কেতুগ্রাম ২: SIR নিয়ে তৃণমূলের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল কেতুগ্রামে, শিবিরে হাজির ছিলেন বিধায়ক শেখ শাহনওয়াজ
SIR নিয়ে তৃণমূলের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল কেতুগ্রামে। রবিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ ওই শিবিরে হাজির ছিলেন কেতুগ্রামের সমস্ত BLA-রা। জানা গিয়েছে, SIR-এ যাতে কোন বৈধ ভোটারের নাম বাদ না পড়ে সেব্যাপারে এদিন BLA-দের সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ, কেতুগ্রাম-২ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বিশ্বাস সহ অনান্যরা।