ময়নাগুড়ি: একটি বিরল প্রজাতির সাপ উদ্ধার হল ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের চেংমারী মা ভান্ডানি এলাকায়
চেংমারীতে উদ্ধার হল বিরল প্রজাতির সাপ। রবিবার ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের চেংমারী মা ভান্ডানি এলাকায় উদ্ধার হল বিরল প্রজাতির সাপ।, জানাযায় সাপটির নাম পঙ্খিরাজ সাপ, এটি একটি নিরবিষধর সাপ, সচরাচর লোকালয়ের এলাকাগুলোতে দেখা না গেলেও এই প্রথমবার সাপটিকে দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে । এরপর খবর দেওয়া হয় ময়নাগুড়ি পরিবেশপ্রেমীদের তারা দ্রুত এসে সাপটিকে উদ্ধার করে এবং নিরাপদে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে