জামপুইজলা: জরাজীর্ণ ঘরে প্রতিবন্ধীর বাস সরকারি সাহায্যের আর্তনাদ,ঘটনা জারুল বাচায়
নিত্য দেববর্মা নামে প্রতিবন্ধী ২০১৮ সাল থেকে একটি জরাজীর্ণ ঘরে বসবাস। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন সরকারি সাহায্যে। শনিবার বিকেলে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।