ফরিদপুর দুর্গাপুর: বিজোন নিউটন ইয়ংস কর্নার ক্লাবের শ্যামা পুজোর থিম ঝাড়খন্ডের জৈন মন্দির, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
দুর্গাপুরের বিজোন নিউটন ইয়ংস কর্নার ক্লাবের শ্যামা পুজো এলাকার অন্যান্য পুজো মন্ডপ গুলির তুলনায় আলাদা।তাদের এবছরের মন্ডপের থিম ঝাড়খন্ডের জৈন মন্দির, আদলে তৈরি।সুদৃশ্য প্রতিমা আর থিমের মন্ডপ সজ্জা দেখতে সোমবার রাত্রি সাড়ে ১০টা নাগাদ দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।