হলদিবাড়ি: চ্যাংড়াবান্ধায় অনিশ্চয়তার মুখে শুভেন্দু অধিকারীর পদযাত্রা, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে হাইকোর্টের দারস্থ BJP
২৯ শে নভেম্বর চ্যাংড়াবান্ধায় অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা, যেখানে উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু সেই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে বিজেপি। দলীয় নেতৃত্বের দাবি, মেখলিগঞ্জ থানার পুলিশ অনুমতি না দেওয়ার পাশাপাশি লিখিত আবেদনের রিসিভ কপিও দেয়নি। ফলে প্রশাসনের ওপর সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বিজেপি শিবির।বুধবার বিকেলে চ্যাংড়াবান্ধা পার্টি অফিসে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।