কলকাতা: সন্তোষপুর ত্রিকোণ পার্কের এবছরের থিম ‘বিন্দু’
কলকাতার দুর্গোৎসব মানেই থিমের উৎসব। প্রতি বছরই দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো সন্তোষপুর ত্রিকোণ পার্ক চমকে দেয় অভিনব থিম ও শিল্পকর্মে। এবছর তাদের থিম “বিন্দু”—একটি দার্শনিক ও শিল্পসমৃদ্ধ ভাবনার প্রতিফলন। ‘বিন্দু’ শব্দের মধ্যে নিহিত রয়েছে অসীম অর্থ। শিল্পীরা জানাচ্ছেন, বিন্দুই হল সৃষ্টির আদি। ক্ষুদ্র বিন্দু থেকেই জন্ম নেয় রেখা, রেখা থেকে আকার, আর সেই আকার থেকেই মহাজগতের বিস্তার।