চাঁচল ১: অবৈধ বাইক পার্কিংয়ে হাঁসফাঁস চাঁচল! ফুট ব্রিজের রাস্তায় রোজকার যানজটে নাজেহাল পথচারী-টোটো চালক
মালদহের চাঁচল সদরের ফুট ব্রিজের রাস্তায় অবৈধ বাইক পার্কিং নিয়ে অতিষ্ঠ পথচারী ও টোটো চালকেরা। ছোট রাস্তায় বাইক পার্ক করা থাকায় সেখানে মিনিটে যানজট সৃষ্টি হয়। অনেক পথচারীকে বেগ পেতে হয় রাস্তায় চলাচল করতে। আজ শুক্রবার বেলা দুটো নাগাদ তীব্র যানজট সৃষ্টি হয় সেখানে। মূলত ওই রাস্তা দিয়ে ব্লক অফিস,থানা অফিস,আদালত ও হাসপাতালে যাওয়া যায়। প্রতিদিন শয়ে শয়ে মানুষ চলাচল করে। এমনকি একাধিক টোটো চলাচল করে। অভিযোগ,সেই রাস্তায় অবৈধভাবে বাইক পার্কিং করা হচ্ছে।