অনুমতি ছাড়া ডিজে বাজানোয় DJ বক্স সিজ, কড়া বার্তা মারগ্রাম থানার ওসি’রDJ বক্স সিজ করে কড়া বার্তা মারগ্রাম থানার ওসি’র।শব্দদূষণ ও আইন ভঙ্গের অভিযোগে মারগ্রাম থানার পক্ষ থেকে অভিযান চালিয়ে একটি ডিজে বক্স সিজ করা হয়েছে। জানা যায়, নির্ধারিত সময় ও অনুমতি ছাড়াই উচ্চস্বরে ডিজে বাজানো হচ্ছিল। সেই খবর পেয়ে মারগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডিজে বক্স বাজেয়াপ্ত করে। এ বিষয়ে মারগ্রাম থানার ওসি স্পষ্ট বার্তা দেন—আইন অমান্য করে, অনুমতি ছাড়া কিংবা নির্ধ