জাঙ্গিপাড়া: জাঙ্গিপাড়া থানার উদ্যোগে বিশেষ বাইক পেট্রোলিং অভিযান — “জনগণের পাশে পুলিশ”
আজ দুপুর দুটো নাগাদ জাঙ্গিপাড়া থানার উদ্যোগে এক বিশেষ বাইক পেট্রোলিং অভিযান পরিচালিত হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাজির উদ্দিন আলী। অভিযানে থানার একাধিক আধিকারিক ও পুলিশকর্মী অংশ নেন। তারা বাইকে করে জাঙ্গিপাড়ার বিভিন্ন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকায় পরিদর্শন করেন।