বরাবাজার: সিন্দরীতে আয়োজিত হলো SIR সম্পর্কে BJP র আলোচনা সভা
ভারতীয় জনতা পার্টির সিন্দরি আঞ্চলিক কমিটির আয়োজনে বুধবার বিকাল সাড়ে চারটার সময় সিন্দরীতে অঞ্চল স্তরের সমস্ত কার্যকর্তাদের নিয়ে এক আলোচনা সভা সংগঠিত হয়। এই আলোচনা সভায় এস আই আর সম্পর্কে এবং আগামী ১১ ও ১২ই জানুয়ারি যুব দিবস উপলক্ষে ফুটবল খেলা বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সে দেরিতে আয়োজিত হয়ে আসছে যুব দিবস উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা। তারই প্রস্তুতি সম্পর্কেও আজকে বিস্তারিত আলোচনা হয়।