নানুর: নানুরে রাজনৈতিক সংঘর্ষের মামলায় ৩২ বছর পর কাজল সেখ সহ ১৩ জন কে বেকসুর খালাস দিলো আদালত
Nanoor, Birbhum | Sep 18, 2025 ৩২ বছর পর বর্তমান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা নানুরের দাপুটে তৃণমূল নেতা কাজল সেখ-সহ নানুরের মোট ১৩ জনকে বেকসুর খালাস দিলো আদালত।উল্লেখ্য, রাজনৈতিক সংঘর্ষের মামলায় ৩২বছর পর আজ অর্থাৎ বৃহস্পতিবার রায় দিলো আদালত। ১৯৯৩ সালে নানুরের চারকলগ্রামে সিপিআইএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনায় আদালতে দায়ের হওয়া মামলায় এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ-সহ মোট ১৩ জনকে বেকসুর খালাস দেয় বোলপুর আদালত।