পুরুলিয়া জেলার হুড়া থানার বড়গ্রাম এলাকায় সাপের কামড়ে মৃত্যু হলো এক মহিলার। জানা যায়, গতকাল রাত্রে কোন এক সাপীর কামড়ে ওই মহিলা অসুস্থ হয়ে পড়লে তাকে তড়িঘড়ি পুরুলিয়া দেবের মাহাতো সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।জানা যায় মৃত ওই মহিলার নাম মমতা রাজোয়ার। আজ বিকেল প্রায় ৪ টা নাগাদ মৃতদেহটি গ্রামে ফিরতেই শোকের ছায়া নেমে আসে বড়গ্রাম এলাকা সহ মৃতার পরিবারে।