ক্যানিং ১: ছেলের দুষ্টুমিতে মারধর বাবার, ছেলে অসুস্থ হয়ে পড়লে নিজের উপর রাগে ক্ষোভে বিষ খেয়ে আত্নহত্যার চেষ্টা ট্যাংরাখালীতে
বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রবিন বৈদ্য নামে ঐ যুবক। নিজের ছোট ছেলে দুষ্টুমি করায় তাকে মারধর করেন। এতেই ছোট ছেলে অসুস্থ হয়ে পড়লে নিজের উপর রাগে ক্ষোভে ঘরে থাকা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন রবিন। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার ক্যানিংয়ের ট্যাংরাখালি গ্রামে শুক্রবার বিকেল চারটে নাগাদ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।