গোঘাটের কামচে ও চকহরি সংযোগস্থল সংলগ্ন ময়দান টাটা মার্কেটে শুরু হয়েছে যুব সংহতি উৎসব।জানা যায়,মেলা এবারে 15 বছরে পদার্পন করেছে।আনন্দে মেতে উঠেছে এলাকার মানুষ।24 শে ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে।সন্ধ্যায় উপস্থিত হন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার,গোঘাট-1 পঞ্চায়েত সমিতির সভাপতি,সহ-সভাপতি সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা।মেলায় ঘুরে ঘুরে মেলা উপভোগ করার পাশাপাশি সকলকে নিয়ে মেলাতে খাওয়া দাওয়ায় মাতেন মানস বাবু।