রানিনগর ২: কাতলামারী রামনগর পাড়া গ্রামে ভাইয়ের হাতে আহত বোন, চিকিৎসার জন্য আনা হল হাসপাতালে
আজ মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানা এলাকার কাতলামারী রামনগর পাড়া গ্রামে ভাইয়ের হাতে আহত বোন জানা গেছে বোন বা নিচে দেওয়া তার নিজের জমিতে বসতবাড়ি বানিয়ে ছিলেন সে মত অবস্থায় ভাই আজাদ শেখ দিয়ে বলেন এই জমি আমার তা নিয়ে শুরু হয় দুই ভাই বোনের মধ্যে বছর সে বছর শুরু করেন ভাই আজাদ শেখ ঘটনাস্থলে আহত হয় বন স্থানীয় লোকজনের তৎপরতায় চিকিৎসার জন্য নিয়ে আসা হয় গোধন পাড়া গ্রামের হাসপাতালে চিকিৎসার জন্য