নবদ্বীপ: শ্যামা মাতা পুজো উপলক্ষে মুকুন্দপুর এলাকায় রক্তদান শিবিরের আয়োজন নবীন দল ক্লাবে,উপস্থিত বিধায়ক সহ অন্যান্য বিশিষ্ট জন
Nabadwip, Nadia | Oct 26, 2025 রবিবার বিগত বছরের ন্যায় এ বছরও মুকুন্দপুর নবীন দল ক্লাবের পরিচালনায় শ্রী শ্রী শ্যামা মাতা পুজো উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে সদস্যবৃন্দ,রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা,বিধায়ক ছাড়াও ছিলেন তৃণমূলের সাংগঠনিক জেলা দক্ষিনের সাধারণ সম্পাদক তথা পৌরপ্রতি বিমান কৃষ্ণ সাহা,অঞ্চল তৃণমূলের সভাপতি আজিজ আলী মন্ডল,পঞ্চায়েত প্রধান কৃষ্ণা দাস,মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের সদস্য মিঠুন ঘোষ।