প্রাথমিক বিভাগের ৪১তম জামতোড়িয়া চক্রের চক্রস্তরীয় ক্রিড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হলো।শনিবার বেলা ১০ টা থেকে প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে বসন্তপুর ফুটবল ময়দানে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন পুরুলিয়া জামতোড়িয়া চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রসেনজিৎ বারিক,জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো, মানবাজার দু নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সুধীর কুমার মুর্মু সহ জামতোড়িয়া চক্রের সমস্ত শিক্ষক ও শিক্ষিকারা।