সিতাই রবীন্দ্র নজরুল কমিউনিটি হলে তৃণমূলের বিশেষ সভা। শনিবার দুপুর দুটো নাগাদ এই সভা আয়োজিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, বিধায়ক সংগীতা রায় থেকে শুরু করে সিতাই বিধানসভার সমস্ত বি.এল.এ-২, পঞ্চায়েত, বুথ সভাপতি, অঞ্চল, ব্লক নেতৃত্ব। মূলত অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা করতেই এদিনের এই সভা।