পূর্বস্থলী ১: রাজারপুর ভাতশালা এলাকায় মেয়ের বাড়িতেই বিষ খেয়ে আত্মঘাতী মা
রাজারপুর ভাতসালা এলাকায় মেয়ের বাড়িতেই বিষ খেয়ে আত্মঘাতী মা। জানা গিয়েছে গাছের পরিচর্যা করতে ভালবাসতেন বছর ৬০কের বৃদ্ধা সরস্বতী বিশ্বাস। কে বা কারা? গরম জল দিয়ে গাছ তার লাগানো কূলে খাড়া গাছগুলিকে মেরে দেয়, এই নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। কয়েকজনকে সন্দেহবশত নাম না করেই তিনি কটু কথা বলছিলেন মেয়ে এসে তা বারণ করে, এরপরই মেয়ের ওপর অভিমানবশত কীটনাশক খেয়ে নেন গতকাল রাতে ওই বৃদ্ধা এর পরে আজ বুধবার ভোরে কালনা মহকুমা হসপিটালে তার মৃত্যু হয়।