হীরবাঁধ: হকির ১০০ বছর পূর্তি উদযাপন, মশানঝাড়ে টুর্নামেন্ট ও কোচিং ক্যাম্পের আয়োজন, উপস্থিত রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী
নভেম্বর মশানঝাড় আদিবাসী উচ্চ বিদ্যালয়ের হকি মাঠে ভারতীয় হকির ১০০ বছর পূর্তি উদযাপন করা হয়। মাঠে জাতীয় দলের মেয়েদের নিয়ে হকি টুর্নামেন্ট এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সামার হকি কোচিং ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী ও বিধায়ক জ্যোৎস্না মান্ডি। তিনি বিদ্যালয়ের হকি দলের মেয়েদের উৎসাহ জোগান এবং হকির প্রসারে শুভেচ্ছা জানান।