নানুর: জৌলুস কমলেও থামেনি কীর্ণাহারে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহি গোষ্ঠ যাত্রা
Nanoor, Birbhum | Oct 29, 2025 শতাব্দী প্রাচীন কীর্ণাহারে দাস ও সরকার পরিবারের ঐতিহ্যবাহী গোষ্ঠ যাত্রা হয়ে গেল এবারও। কিন্তু সেই গোষ্ঠ যাত্রায় জৌলুস কমলেও ঐহিত্য বজায় রেখেই দুই জমিদার বাড়ির গোষ্ঠ পুজো আজও প্রথা ও রীতি মেনে হয়ে আসছে।কীর্ণাহারের দাস পরিবারের সদস্য সুরেয়ন্দু দাস বলেন,"শতাব্দী প্রাচীন গোষ্ঠ যাত্রায় উৎসব অনুষ্ঠানের দিক দিয়ে জৌলুস কমেছে, জৌলুস ধরে রাখতে যথাযথ নিয়ম মেনে গোষ্ঠ যাত্রা ধরে রেখেছে দাস পরিবার।অন্যদিকে কীর্ণাহার সরকার পরিবারের সদস্য স্বপন কুমার সরকার।